সম্পর্কের নিবিড়তা
- অরুণ কারফা

মনে কি পড়ে তোমার
কবে হয়েছিল প্রথম দেখা
আর কবে হয়ে ঘনিষ্ট
হলেম আমরা নিবিড় সখা।

মনে কি পড়ে
কবে দিয়েছিলেম প্রথম কথা
কবে পারিনি তা রাখতে আদৌ
অজুহাত দিয়েছিলেম মিছেই বৃথা।

মনে না পড়লেও সে সব কথা
একটা কথা মনে রাখবে
ঝড়া ঝঞ্ঝা বন্যা তুফান
যাই উঠুক না তুমিই প্রাণ
তুমি পাশে থাকবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।