আমিও ফেরারি তবে
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)

আমিও ফেরারি তবে ০১
===========================

যে দিন পিতার ঔরস থেকে ছিটকে গেলাম
যে দিন মায়ের জঠরে স্থান নিল যন্ত্রনার পাখি
যে দিন বিগব্যাঙ্গে শিংগা ফুকালো অদৃশ্য নিয়তি

- এই তো শুরু হে ফেরারি জীবন
নারী কি ‘ রেফারীর’ ভুমিকায় হুইসেল বাজায়।

যে দিন জ্ঞান বৃক্ষথেকে ফল পাড়ে হুনুমান
যে দিন শিখলাম নারির আরেক নাম দ্রুপদি মরন
যে দিন শিকারি চোখে জ্বলে উঠলো মাংসের স্বাদ

- এর পর থেক জলের অন্তরস্থলে ফেরারী সাঁতার
গাঙ্গের গভীরে অগ্নাসন, মধুভান্ড গোপন সেতায়।



আমিও ফেরারি তবে -০২।
======
আলো করে জন্ম দিয়েছিলে যদি
চাক্ষুষ ভর দিলে কি এমন হতো
বলতো লোকে বাল্মিকি দেহদারী জীব।

আমি যে ভর শূন্য আলোর ফেরারি
একথা চাউর হলে জ্ঞানদাস গলির আড্ডায়
হিংসায় জলে পুড়ে তেড়ে আসে কোয়ান্টাম মেকানিক্স।

বলে- আমি না কি নতুন পাগল।
তাই রূপ-কুমারিদের মন ভজনের তালে তালি মারি।
জ্ঞানদাস লেন থেকে আমার অভিনন্দনে ঘোলা ডিম ছুটে আসে।


আমিও ফেরারি তবে – ০৩।

লোকাচ্ছি লোকলাজ্ব থেকে
লোকাচ্ছি শুভ দৃষ্টির ঘৃনা থেকে
লোকাচ্ছি বস্র ধারনের বিতৃষ্ণা থেকে

লজ্বার আসল-বিষয় কি, কোথায় মহার্গ?
রমণীর পায়ের সুচনা বিন্ধু কি সকল উৎস?
পরুষত্ব ও বিক্রম আদিম এবং অশ্লীল কেনো?

অজ্ঞতাই উত্তর-
লোকাচ্ছি তাই দৃষ্টি নন্দন ও নিন্দনীয়তার মাঝে
লোকাছি তাই যৌনতা ও জীবনের মল্ল সংঘর্ষের মাঝে
লোকাচ্ছি তাই জীবে দয়া ও জীব সংহারের মাঝে।

আপনারা কি উদ্দেশ্যহীন স্ফিতিময় গতি বুঝতে পারেন সৃষ্টির?
আপনারা কি ছায়াপথ সমুহ গননা শেষে খানিকটা পেরেশান?
আপনারা কি আকাশ মণ্ডলে পাথরের স্বাধীন বিচরনের সুত্র জানেন?

নিয়োর্থক উত্তর-

লোকাতে হয় অবরুদ্ধ বায়ু থেকে তাই
লোকাচ্ছি
লোকাতে হয় পুরাতন সমুদ্রের অচ্যুত জল থকে তাই লোকাচ্ছি
লোকাতে হয় পোকায় কাটা মনুষ্য বিশেষণ থেকে তাই লোকাচ্ছি

বর্ন উৎপাদক প্লাস্টিডের হৃদয়ে না কি সুয়া চাঁদ শুঁক কিটের উৎসব?
পর্বতের গায়ে অরন্য না কি পাহাড়ের ফ্যাঙ্গাস আর ছত্রেকের আক্রমণ?
মরাপাতা না কি ঝরাপাতা গিলেখায় সিলকনের জন্য নাইট্রোজেন বানায়?

বুঝতে পেরেছি বলেই-
লোকাচ্ছি বিহঙ্গের খোলা মেলা অনির্বাণ কাম কলা থেকে
লোকাচ্ছি অপ্রেমের নির্জলা বদনাম আর ভালোবাসা থেকে
লোকাচ্ছি কাব্য ও কামনার দ্রুতযান কবির পরান থেকে
১৫/৭/১৪ লন্ডন।অদ্য পুরাণ। বাল্মীকি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।