২২ শে জুলাই ২০১৪ সভানেত্রীর শানে
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)

( প্রধান মন্ত্রীর ইফতার পার্টিতে বসে মেন্যু হাতে নিয়ে ভেবে ছিলাম)

দোয়েল মাছরাঙ্গা শালিক শিকারি পাখি
তবে চিল শকুন ঈগল ইত্যাদির মতো
মাংস লবনে লংকায় অভ্যস্থ নয়-

তাই দোয়েলের উপর আমার অগাদ বিশ্বাস ছিল
তন্দ্রা হারা গানে আমায় জগিয়ে রাখবে সারা রাত

মাছরাঙ্গার হাতে রং দিয়েছিলাম
ইজেল ব্রাস সব কিছু দিয়েছিলাম শর্তহীন
আমি রাঙ্গিব পাতার সবুজে শাখার খয়ারিতে

শালিক বড় আমুদে পাখি স্ফূর্তির সুতা দিয়েছিলাম
আকাশে সুতর জাল বিছিয়ে ঈগলের সাথে খেলবে কানামাছি

আমার শালিকেরা কেনো আজ চিলের মতো
আমার দোয়েলেরা কেনো আজ শকুনের মতো
আমার মাছ রাঙ্গা কেনো আজ ঈগলের মতো

আমি ‘প্রধান মন্ত্রিত্ব চাই না’
আমি আমার দেশ নেত্রী কে ফিরে পেতে চাই।
আমার থালা থেকে ‘মধুর’ দশ-তাঁরা খাবার নিয়ে যাও
আমি আমার সভানেত্রীর থালা থেকে এক লোকমা ভাত খেতে চাই।

আমি তাঁর ‘ হিলটনের’ মতো অনুপ্রাসহীন নক্ষত্রবাস মানতে পারিনা
আমি এক নিহারিকা পূর্ণ তারকা আকাশ দেব তার হাতে তোলে
আমাকে আমার আপার কাছে যেতে দাও-
------------------আমি রাসেলের ভাই
----------------------আমি জামালের ভাই
--------------------------আমি কামালের ভাই
----------------আমি বাংলার ষোল কোটি মানুষের রক্তের দাবী।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।