আত্মগোপনে পুড়ামাটীর ভাস্কর।
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)

(কবি দেলোয়ার হোসেন মঞ্জু বন্ধুবরেষু)

কবি নিরুদ্দেশ হলে-
নগরের ইট বালু ভাসে জলে, জংধরে জীবনের তামে
নক্ষত্রেরা ঘামে শৈত্যপ্রবাহে,চিঠি আসে হলুদিয়া খামে।
শিশুরা হাততালি ভুলে গন্ধক ঘষে রাখে মনের অসুখ
বাজরাঙ্গের আটায় আটকে থাকে গানকর দুয়েলের মুখ।

রক্তকুমুদের মতো-
কবির গভীরে থাকে ক্ষত, বিক্ষত নীমের বাগান
তারা মানুষের মতো দেখতে, জানে পাখিদের গান
পাখিদের এসেছি ফেলে লক্ষ বছর দূরে
কেবল কবির রক্তে পাখ-পাখালির ধ্বনি আসে গুরে।

‘দেবীদক্ষিন’ বলে দেখতে কেমন-
এরা কি বুঝে গো রমণ, প্রেমেপড়ে দীলরুবা নদে
কি এমন কামাইক্যা জানে পড়েগেলে লবনের হ্রদে ?
আসমানের আইল গলে যায় দেখে কবির কামরূপ
দেবরূপ শিকায় তোলে দেবী, কবিকেই দিল মধুকুপ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।