নিতান্ত সরল এক শান্তির প্রস্তাব।
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)
বেঞ্জামিন নেতানিয়াহু-
আধুনিক কেনানি মুজেস
বেঞ্জামিন মলোয়েসির মতো একটা কবিতা লিখ দেখি?
গাজায় হামাস কে দিয়ে বখরি চরাবো।
বেঞ্জামিন নেতানিয়াহু
প্রতিশ্রুত ভুমির সাফ-কেওয়ালার ভুমিপুত্র-
একটি শিশুর মুখে চুমু খাওতো দেখি?
রকেট লেন্সার তোলে নেবো, ফুল ছিটাবো।
বেঞ্জামিন নেতানিয়াহু
ইউরোনিয়াম আড়তের মালিক
বলতে পারো কি তোমার নারীরা অলিভ বর্ণ কেনো?
মেরলি মনরোকে কবর থেকে তোলে তোমার কুলে ছেড়ে দেব।
বেঞ্জামিন নেতানিয়াহু
‘সাবরা-শাতিলায়’র মহান কূটনীতিক
দেশ আর রাস্ট্রের তফাৎ কি বলতে পারো?
ফিলিস্থিনিদের দিয়ে জারজ ইসরায়েল জায়েজ করে দেব।
বেঞ্জামিন নেতানিয়াহু
মার্কিন গ্রেজুয়েট, পাঠ করো হীব্রু অলিক টেস্টামেন্ট
সাহস থাকলে পড়ো নাদিয়া কমিনিচির ‘ওসেটিজ’ কাহিনী
এবং বলো ইহা মিথ্যা, সমস্ত গোলান মালভুমি তোমার হয়ে যাবে।
বেঞ্জামিন নেতানিয়াহু
তুমিও কি জনক,এমন বিব্রত সওয়াল করবো না
তুমি নাকি ধর্ম নিরপেক্ষ ইয়াহুদি পরিবার থেকে এসেছ?
তবে কট্টর কসাই ‘সেরনের’ সরম লাগছে তোমার সরারতি দেখে।।
বেঞ্জামিন নেতানিয়াহু
যাও ‘তুর ও সিনাই’ পাহড়ে গিয়ে খোদার সাথে বাৎচিত করো
এইতো বড় মহাজগৎ থাকতে তোমাদের কেনো এখানে দিলেন?
সাততালা স্বর্গ তোমাদের হোক, শুধু মাটির পৃথিবিটার দাবি ছাড়ো।
(১৪/৭/২০১৪ বাল্মিকী।অদ্য পুরাণ। অপ্রকাশিত কাব্য। লন্ডন)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।