তবুও বলি না হিটলার নয়।
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)

আজ ‘শুভ পরিত্রানের’ দিন তোমাদের
ফারাওয়ের ভয়ে খুব ভিত তাই জঙ্গি জেট
নামাচ্ছ ঘুমত সোনামনির বুকের উপর
রক্তের মদেমত্ত ‘সাবতের’ প্রার্থনায় পুন্যের বান।

আমার মেয়ের নিস্বাড় দেহ নিয়ে বসে আছি
মোজেসের বানী লেখা পাষাণের মতো
বন্ধুরা নালিশ করতে গেছেন ফুরারের কাছে
হের হিটলার অথবা মেহদির অপেক্ষায় ।

আমি রণ দেখেছি আমার মেয়ের রক্তে
এই শিতলাতা দুইশ’ তিহাত্তর ডিগ্রির নিচে
তবে কেনো উন্মাদের কর্মে উন্মাদ হবো
মানুষ এ হিংস্রতা নীয়োথেলিক গল্প মনে পড়ে।

আমি ফুলের ঝর্না বহাবো সিনাগগে
যেখানে মসীর মৃতদেহে বাঁদুরের মতো ঝুলে
‘রস হাশানার’ দিন সবাই ক্ষমা পাবে
ভাইকিং নই, আমি মানুষ, লুম্বীনির মৃৎ সদৃশ।

বাল্মিকি. অদ্য পুরাণ .১৬/৭/২০১৪ লন্ডন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।