আমি এবং কবি
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)
আমার যা দেখ তুমি-
বেশভূষা আয়ুর বুয়তে ফুকা ধম
সে এক বিরান ভুমি
তার পিছে খেলা করে শ্যামল কলম।।
খায় দায় গান গায়-
হাড় জল করে মাগে রোজকার রুজি
আসলে মনের নায়
সং সেজে রং মেখে মুল মনটারে খুঁজি।।
আমিতো লিখিনা বানী
আমায় লিখিয়ে নেয় এক বানীবর
আমি কি তাহারে চিনি
রাজাসনে রংগিলা রসিয়া নাগর।।
রাজসিক চাল তার
চালবাজ বলে তারে লোকজ সামাজ
সুরসিক জাল তার
স্বর্ণ মীনেরা সেতায় বোনে কারুকাজ।।
যদি কভু দেখা হয়
দেখ তারে ঝাঞ্চা করে বেচে কাঁচকলা
যতই কলঙ্ক সয়
মুলত সংসারে এক মুক বৃহন্নলা।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।