পারষ্পরিক মূল্যায়ন
- অরুণ কারফা
কি আছে তোমার কি নেই আমার
নাই বা করলেম প্রশ্ন
অফুরন্ত গুণের মালিক নয় কেউ
এই দুনিয়ায় যেন।
যা আছে আমাদের মাঝে বিদ্যমান
তারেই দিতে যোগ্য সম্মান
ত্রুটি রেখোনা কোন
এই না করলে জীবন যুদ্ধে
হার নিশ্চিত জেনো।
এই বিশ্বের রীতি অনুযায়ী
একে অপরের খুঁত খুঁজে পায়
এমন ব্যক্তিরই রয়েছে প্রাধান্য
তাতে আখেরে লাভ না হয়ে
লোকসানই হয় অসামান্য।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।