নটরাজ।
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)

ভুলেগেছি মন, রমণী রমণ, পিতা প্রদত্ত নাম
ভুলিয়াছি জন, পাণ্ডব রণ, মাতঃ আশ্রয় ধাম।

ভুলেগেছি গৃহ, পুত্র বিরহ, পরিচিতা নাগ বালা
ভুলিয়াছি প্রিয়, অনুসরনিয়, যত সুকুমার জ্বালা।

ভুলেগেছি পথ, নাক-ফুল নথ, দায়বদ্ধতার কথা
ভুলিয়াছি রথ, কালের শপত, শুদ্ধ জন্ম বারতা।

ভুলেগেছি বানী, মাটির জননী ,সারে-গা-মা স্বর
ভুলিয়াছি গ্লানী, মানব স্বরনি, জলজ মাতৃউদর।

ভুলেগেছি দেশ, কিশোরির কেশ, নবনিতা ঘ্রান
ভুলিয়াছি বেশ, বন্ধুর নেছ, রক্তক্ষরা প্রতিদান।

ভুলিগেছি রণ, মৃত্যু সমন, নিদ্রাহীনতার রাত
ভুলিয়াছি ধন, কন্যা রতন, সৌভাগ্য ভরাত।

ভুলেগেছি দেবা,কলঙ্কের সেবা,পঙ্ক সলীলে বাস
ভুলিয়াছি যেবা,আপনার কেবা,মধুমক্ষিকা আশপাস।

ভুলেগেছি নীতি, স্বজনের প্রীতি, আত্ম বৈকল্য বেস
ভুলিয়াছি গীতি, নাবালক স্মৃতি, বেণু মরালীর রেস

ভুলেগেছি রাধা, সাত পাকে বাঁধা, জীবন সঞ্জীবনী
ভুলিয়াছি কাঁদা, লাল কালো সাদা, রূপ বেচাকিনি।।

ভুলেগেছি রব, মাধব মাধব, মহাপাতকের নাম
ভুলিয়াছি সব, যে জন রাগব,সে-ই রগুপতি রাম।।

ভুলেগেছি রানী, যেই মুখ খানী, আরশের ছায়া
ভুলিয়াছি জানি, মদন প্রণামি, প্রেম শুধু মায়া।।

ভুলেগেছি গান, কুমুদ বাগান, বনমল্লিকা মনিহারী
ভুলিয়াছি শান, বিধুর পাষাণ, এক মাকুন্দ বেপারি।

ভুলেগেছি লাজ, সার্বভৌম স্বরাজ, প্রণিপাত পতিতায়
ভুলিয়ছি সাঁজ, বিদূষক নটরাজ, হাসে খেলে আর গায়।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।