পূর্ণিমা
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)

মাঘী পূর্ণিমার রাতে
জীবন ও মৃত্যর সারমর্ম জেনেছি সাক্ষাতে
তাই বলি – ‘বুদ্ধাং স্বরনং গচ্ছামি’
সকল দুঃখের কারণ আমি,আমি, আমি।

ওগো মানুষেরা
তুমি একই সাথে কনা আবার তরঙ্গ বটে
এই দ্বৈততা মোহর আঁটা চরিত্রের চৌকাটে
সাত সাগরের জল নিংড়ে হবে না উদ্দার
চেতনায় গোলক ধাঁধা, হে অস্থিত্ব আমার।

এই মাত্র যে আঙুর খেলে
কয়লা থেকে এর স্বাদ কি ভিন্ন হতে পারে
মূল কেন্দ্রে সবাই সমকামী, সমান কাতারে
বিকার গ্রস্তের মতো বলো পরমাণু পরমাণু
আসলে সমান জড় শিলা, ফুল আর মানু।

(ইকবাল হোসেন বাল্মীকি। লিন্ডন


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।