ঈদানন্দ পোলাওয়ের গন্ধ
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)

ঈদানন্দ পোলাওয়ের গন্ধ-০১
------------------------------------------
ত্রিশ রোজার সাথে বালিগানার ত্রিশ বছর মিলিয়ে দেখছি
ভোগের দুনিয়ায় একমাত্র ফকিরী বেশ ধরেছি আমি আর আমার স্ত্রী
বেচারী পোলাও রাঁধলে আমি তাতে জাফরান মেশাতে গিয়ে কাঁকর মিশাই
আমাদের সংসারে আমার গালা আর মবিল জড়ো করছি।
ঈদানন্দ পোলাওয়ের গন্ধ-০২
------------------------------------------------
আমার বউরে কইলাম-
ফিলিস্তিনে হুরুতা মুরুতা সব মরিজার। ঈদ না করলে কিতা অয়?
বউয়ে কইলা-
ফিলিস্তন কিতা তোমার মাউগ নি? মাউগর লাগি মাটীত বইয়া কান্দ।

ঈদানন্দ পোলাওয়ের গন্ধ-০৩
------------------------------------------------
এরে হুনরায় নী-
- কিতা কইলাও
লন্ডনে বিরনীর চাউল পাওয়া যায়। আনবায় নী?
- লন্ডনে রানীর বাড়িও আছে , তোলিয়া আনি?

ঈদানন্দ পোলাওয়ের গন্ধ-০৪
---------------------------------
বন্ধুত্ব এবং পতিত্ব একসাথে চলতে পারেনা।
প্রমান করার জন্য দশহাজার বছরের এক পরীক্ষা চালাচ্ছি
খনে ফেইল খনে পাস। আলোর মতো কোন সুস্থির বিন্ধু নেই।

ঈদানন্দ পোলাওয়ের গন্ধ-০৫
----------------------------------------------
বাচ্চাদের জন্য ইস্টিলের জামাজুতা কিনতে যাচ্ছি
আমার বাচ্চারা বাচ্চা থাকুক এটাই আমার চাওয়া পাওয়া।
আমার বউ আখনি বিরানী খাইতে চায়। বাচ্চারা বড় হলে
বলি কি- এর চেয়ে বরং নিজের খইল্‌জা খাঁ। হারামজাদী।

ঈদানন্দ পোলাওয়ের গন্ধ-০৬
-----------------------------------------
বাউটলার ছাও কে দাওয়াত দিয়েছি ঈদের দিন।
তার মেন্যুতে রেখেছি ত্রিমি মাছের কাচ্চি বিরানি
ঊঠের দুধের পাগড়ি পাতা দৈ, আর বি বি সি’র খবর।

ঈদানন্দ পোলাওয়ের গন্ধ-০৭
------------------------------------------
এবার ঈদগার মাটে প্রধান আলোচ্যসুচি ঈদের মাটে ছাদ নির্মাণ।
এবার আমাদের পক্ষে টিলিভিশনে এ বিষয়ে চেরিটি ডিনার দিলাম
আগামী বছর বাচলে-দৈনিক ত্রিশ হাজার পাউণ্ডের উপস্তাপক নিয়োগ দিব।
পদ্মাব্রিজ হাসিনায় বানাঊক, ইখান বানাইতে কুল্লে শো-টাকার দরকার।


ঈদানন্দ পোলাওয়ের গন্ধ-০৮
--------------------------------------
রাড়ি এড়া বেওয়া এতিম শব্দ গুলো এক্সপাঞ্জ করা হোক মাননীয়া স্পিকার
আমাদের দেশে সাংসদদের যোগ্যাতা এসব। সুতারং এই ঈদ অধিবেশনে এক্সপাঞ্জ করুন।

ঈদানন্দ পোলাওয়ের গন্ধ-০৯
------------------------
উৎসব এলে বাড়ি ফিরে লোকে।

-বাড়ি ফিরে লঞ্চে , স্টিমারে
--বাড়ি ফিরে বাসে, ট্রেনে, টেলায়
---বাড়ি ফিরে জলে স্থলে বাতাসের ভরে।
যাদের বাড়ি নেই তাঁরা কোথায় ফিরে ?

বাড়িহীন মানুষ গুলে ফিরে যায়-
---- বানে ভাষা স্রোতে, গড্ডালিকায়
------কুড়ুলা বাতাসে হাতে, মরিচিকায়
-------করুন উপত্যকায়, মাথা ভাঙতে পাথরে।

যে কোনো উৎসবে এই বাড়িহীন মানুষ গুলো কেনো আসে?


ঈদানন্দ পোলাওয়ের গন্ধ-১০
----------------------------------------------
অচ্যুত চরন তত্ত্বনিধি বলেন-
তখন আদালত পড়ায় ঘুষ চলতো, কি মামলায় কি মোকদ্দমায়।
এঙ্গেলস মর্গানের সমালোচনায় বলেন-
পতিতা বৃত্তিও একটা সম্পর্ক যা গোষ্টিগত বিবাহ কে সিদ্ধ করে কারণ ---।
মানুষের বৈষম্যবাদী আনন্দে বাল্মিক বলেন-
হালার বান্দর, তুমি গাছে থাকলে ভালো ছিল, মাটিতে ‘মালেইকুল মওতের’ মতো।


ঈদানন্দ পোলাওয়ের গন্ধ-১১
----------------------------------------------
ঈদের বাজারে যাই, পেকেট ভর্তি প্রেম; টাকা নাই
ঈদের বাজারে গেলে , হতাসার সাথে দেখা হয় নতুন করে
ঈদের বাজারে থেকে ফেরার সময় , চোখে স্বপ্ন আর সান্তনা।
ঈদের বাজার ভুলে যাই ঠিক ঈদের পরের দিন। মানব জীবন।

ঈদানন্দ পোলাওয়ের গন্ধ-১২
----------------------------------------------
অজন্তা ইলোরার অনেক জামা জুতো গয়না । অনেক সুগন্দি সোকেছে।
অজন্তা ইলোরা ঈদের দিন নতুন কিছু কিনতে পারবেনা নিজের জন্য
অজন্তা ইলোরা নিজের ঈদ কে অর্থবহ করবে অন্যের ঈদে অংশ নিয়ে
অজন্তা ইলোরা এক কবির দুই মেয়ে। নতুবা কবি জম্ম বিনালে গেল।

ঈদানন্দ পোলাওয়ের গন্ধ-১৩
----------------------------------------------
সব হালায় অমরত্ব মাগে
কেউ লিখে পস্তরে নাম
কেউ লিখে কবিতা কাম
কেউ শাশুড়ির পাদুকায় জানায় সালাম।

সব হালায় অমরত্ব পেলে-
কি হবে বাউলা বনে মনের আগুনে
কি হবে সহমরনের মতো মনের ফাগুনে
কি হবে জলাশয় থেকে দারকিন্দা মাছ কিনে।

ঈদানন্দ পোলাওয়ের গন্ধ-১৪
----------------------------------------------
যে কোনো উৎসব কেনো জানি বেদনা জাগায়
কেনো জানি মনে হয়ে কাউকে কি বঞ্চনা করে এ আনন্দ নিচ্ছি
যেমন কিছু স্বার্থপর প্রেমিক প্রতিপক্ষের আমোদ বিচার করেনা।
ত্রিশ দিন ভুখার দুঃখ বোঝলাম, ঈদের দিন নাহয় দুখির দুঃখ বোঝি
নিজের পোলাও সেমাই সুজির প্লেটাকে পাঠিয়ে দেই ঐ দুঃখী বন্ধুর বাড়ি।


ঈদানন্দ পোলাওয়ের গন্ধ-১৫
----------------------------------------------
গেলবার ঈদে দুটি ঈদ কার্ড পেয়েছিলা্ম
গেলবার ঈদে দুটি যৌত ফোনকল এসেছিল
গেলবার ঈদে দুটি হৃদয় থেকে দোয়া এসেছিল
কারণ- শুধু ঈদের নামাজ-ই পড়েছিলাম
আমার ঈদ ছিল কানায় কানায় পূর্ণ।

এইবার ঈদে একটি মাত্র ঈদ কার্ড আসবে
এইবার ঈদে একটি মাত্র ফোনকল আসবে
এইবার ঈদে একটি মাত্র হৃদয় থেকে দোয়া আসবে।

কারণ- আমাকে জানাযার নামজ পড়তে হয়েছে।
আমার ঈদ অপুর্ন থাকবে যতদিন বেঁচে থাকবো।
এখন থেকে ঈদ- পিতৃহীন ইয়াতিমের চোখে জল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।