কায়মনো বাক্যে বলছি- মাবুদ বিশ্বাস করো।
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)

[বাংলাদেশের মালোপাড়ায় সাম্প্রদায়িক নির্যাতনের প্রতীবাদে]

ইয়া আল্লাহ্‌
হে জল্লে জালাল-
আমি তোমার এক খণ্ড ভুমি
আমি আজ এক নির্মম রণচণ্ডী
আমাকে তুমি সুজলা সুফলা করেছিলে।
আমাকে কর্ষণ করে না তোমার বান্দারা
আমাকে আজ ধর্ষণ করে তোমার বান্দায়।
আমার উপর অভিসম্পাত নাযিল করো
আমার উপর গজব কামিয়াব করো
আমি বাংলাদেশ।আমার বুকে সাতচল্লিশ
আমি একাত্তরে সে পাথার ছাপা দিতে পারিনি
আমি আমার সনাতন সন্তানদের সুরক্ষা দেইনি।

ইয়া আল্লাহ্‌
হে জলিলুল কাহ্বহার-
আগুনে চারখার করো, যেমন করছ
ঝড়ে জেরবার করো, যেমন করে থাকো
পানিতে ডুবাও,যে্নো নুহের প্লাবনে নেমে আসে
সাগরে চুবাও, যেনো সিডর –সোনামি লেগে থাকে।
আমার হৃদয় পুড়ে কেবল কয়লার ময়লা, হীরক নেই
আমার মননে সাপ্রদায়িকতার ফুল বানু নাচে, হিংসা
আমার শরীরে পরাজিত শত্রু কিরিচ চালায় হরদম।

ইয়া আল্লাহ্‌
হে সাত্তারু হে জাব্বারু-
তুমি আমায় আশ্রয় দিয়েছিলে পৃথিবীতে, আমি অকৃতজ্ঞ
তুমি আমায় পশ্রয় দিয়ে দিয়েছ সবচেয়ে সুন্দরতম স্থা্নে
তুমি আমায় নিজ কুদরতে বানিয়েছিলে তোমার অন্তরে
আমি সে মুল্যরাখতে পারিনি,আমার সন্তানেরা বিভাজিত।
আমি পাণ্ডবদের বিতাড়িত করে দুর্্যো্ধনের কাজে নতজানু
আমি মজলুমদের কারবালায় নৃত্ত করি ইয়াজিদের উল্লাসে
আমি একটা ভোটের জন্য দুধের বাচ্চাকে নদিতে বলী দিচ্ছি
আমি আমার মেয়ের আব্রু ভাসাছি জলে,কেবল হিন্দু বলে?
আমি আমার অংশ বংশ কিচ্ছু বুঝিনা, বর্বরতার সীমান্ত মানিনা
আমি আজ এক দুর্বিনীত,নৃশংস ক্ষমতা মাতাল ফেরাওউন।

ইয়া আল্লাহ্‌
ইয়া আহকামুল হাকিমুন
হে দণ্ডদাতা হে বিচারক-
আমায় তুমি ধ্বংস করো ওজন স্থর ফাটিয়ে দিয়ে
আমায় নেড়া মুণ্ডু করো পারমাণবিক অগ্নিকান্ড দিয়ে
আমায় হ্রস্ব করো পিষে মধ্যযুগের তাতার অশ্বের খুরে
আমায় ছাই ভস্ম করো ‘মোহাম্মদ বিন তুগলকের’ খাতিরে
আমি সোমনাত মন্দির কে মসজিদ জ্ঞান করতে পারিনে
আমি গ্রগতির গতি আত্মস্থ করতে পারিনি তাই
আমি অন্ধ ইমাম গাজ্জালির মতো বাগদাদের মহাত্ম বুঝিনা
আমি ইবনে সিনা, আবু রুশদ, ইবনে হাইয়াম কে কাফির বলছি
আমি ধর্মের মর্ম না বুঝে ঝানু চানৈক্য নীতির পাণ্ডা সেজেছি।

হে মালিকুল মউতের মালিক-
তুমি আমায় হত্যা করো, হত্যা করো সরাসরি
আজ আমি আমার আজিরাইলের ভুকিয়ায় অবতীর্ণ
সুতরাং তুমি তোমার শেষ হত্যা কাণ্ডটি ঘটাও, কিয়ামত আনো
আমার সন্তানেরা ভুলে গেছে তোমার অঙ্গীকার
-“ জমিন যখন জালিম হয়ে যাবে তুমি তারে উঠিয়ে নেবে”।
আমার সন্তানেরা ভুলে গেছে পয়গাম্বরের শেষ বানী
-“ ধর্ম নিয়ে মাতাল হয়না, তাতে বহু জাতী ধ্বংস হয়ে গেছে”
এ জমিন জালিম হয়ে গেছে মাবুদ!
এ জমিন তালিম ভুলেছে ইতিহাসের!
এ জমিন ‘আলীম’ বৃক্ষ ফলাতে পারেনি!
আমার সন্তানেরা জীবনের পানশালা রেখে ধর্মশালায় মত্ত হয়েছে
শ্রেফ ‘মালাপরে’ বলে দুজখ খুলেছে অবলীলায় মালোপাড়া দারিদ্র পল্লিতে
তুমি কিশের অপেক্ষায় প্রভু! গজব নাযিল করো। গজব নাযিল করো...।।


( বাল্মীকি ১২ জানুয়ারি ২০১৪ । লন্ডন।)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।