নীল চুনকাম
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)
নীল চুনকাম।-১
--------------------------------
ঘামছে নাকের চূড়া ঘেমেগেছে বগলের নিচ
কোথায় সাঁতার দিয়ে কোন ঘ্রান ব’ল মেখেছিস।
আমায় ডুবিয়ে দে না এই ঘ্রান মাখা জলতলে
কোন হীরা লোকিয়ে রাখিস তোর সে অতৈ পাতালে।।
তোর ধন কাড়বো না রেখে দেবো বুকে মুখে ঠোঁটে
যা বলার বলিস দুই চোখে , জ্যোৎস্নার চিরকুঠে।।
নীল চুনকাম।– ২
--------------------------------------
রক্ত শিরায় ছিল, মাংস খেতে বনবাস গেলে
ঢিল দিতাম বনবাসি বৃক্ষের কাঁচে
দেখে লাজুক বনের লতা পথ ছেড়ে দিলে
পাখি দুই ডানা মেলে অপরূপ নাচে।
পাখির ডানায় তখন দিঘি জলে চলে মধু সন্তরণ
মাঝে মধ্য উতলে উঠে আজো নিতর বিবাহিত মন।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।