অপেক্ষা
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)
কে কতদিন একই নাম্বর ব্যাবহার করে
আমার মোটোফোনের নাম্বারে ইলেক্ট্রন ভরে রাখি
কোন ‘কল’ আসেনা আত্রিশ বছর।
একটা ‘মিছকল’ এল বলে অনন্ত কালের মুখাপেক্ষী।
কলটা এলেই নম্বর পাল্টাবো।
বাড়ীতে বসাবো নতুন নেমপ্লেইট।
ড্রেন ছাড়া শহর, খাম্বা ছাড়া বিজলী পাবো।
রিক্সা করে যাবো মুর্দাগঞ্জ থেক জিন্দাবাজার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।