সংকট
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)
-------------------------
সংকট,যেমন-
ইশ্বর থাকেন নারানগঞ্জে
টানবাজার-ও নারানগঞ্জে ।
তাতীপাড়ায় বস্ত্রহীনা নারী
বন্দরেতো পণ্য বেপার হবেই।
হিংসার নাম-
-মাদক
--বেশ্যা
--- ধর্ম
---- গোত্র
------রাষ্ট্র
------জাতীয়তাবাদ
---------সিমান্ত
-----------কাঁটাতার
অহিংসার নাম-
- সচল দর্শন
----সুশীল যুক্তি
-----জাগতিক মুক্তি
-------চুড়ির শব্দ
--------জননীর চোখ
--------- গোলাপ ও ফুলতোলা রুমাল।
অতএব সংকট-
তাই নারানগঞ্জ ইশ্বরের গ্রাম
নারানগঞ্জে নারীত্বর বদনাম
তাতীপাড়ায় বোনার কথা শাড়ী
সেখানে বেচা হয় মনভাঙ্গা নারী।
------------------------------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।