বিনিময়
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)

ইদানীং পুকুর পারে আসছনা কেনো!
-পুকুরে কি শিংমাছ
--পুকুরে কি বোয়াল
---পকুরে কি জলদস্যুর ভয়।

আমি আসবো
যা চেয়েছি তাই যদি হয়।

কেনো চাও
-কোন দায় ছাড়া
--কোন দৃষ্টান্ত ছাড়া
---কোন প্রমান ছাড়া
----এটা কেমন করে হয়

তবে আসবো না আসবো না
থাক নিয়ে তুই তোর কাবিনের ভয়।

-না না ,তুমি এসো
---এসো নিয়ে জয়
----আমার মিথ্যা দেমাগ হবে
------তোমার অগুনে পুড়ে ক্ষয়।

যদি আনি মায়া
খাবে কি জল দিয়ে
যে দিন গুলো অমিমাংসিত রয়।

-এনো হে সুন্দর
--আর যদি কিছু মনে লয়
---এনো শিতল পাটি, বনের আড়াল
-----প্রহার করো ভেঙ্গে জামিরের ডাল।
------------------------------------
(১৫/২/১৯৯৮ ঢাকা। ঝংধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ।
অপ্রকাশিত কাব্য।)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।