আমার কোনো কাব্য গ্রহ্ন নেই।
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)
আমার কোনো কাব্য গ্রহ্ন নেই কারণ -
আমি এই মাত্র চল্লিশে অনেক দর কষাকষির পর এলাম
আমি এই মাত্র বিবির সাথে ব্রম্মাচার্য্য নিয়ে বিরোধ মিটমাট করলাম
আমি এই মাত্র বালক দের প্রতি আমার গ্রিক আগ্রহের পরম ঘোষণা দিলাম
আমি এই মাত্র বালিকাদের কাদে ভর দিয়ে কুমারি পূজার গায়ত্রি মন্ত্র শিখলাম
আমি এই মাত্র নাবালক থেকে সাবালকের দিকে এসে নারীত্বের মাঝে সৃষ্টি অনুভব করিলাম।
এখন থেকে আমার প্রতিটা কথাই- আয়াত
এখন থেকে আমার প্রতিটা বাক্যই- রুকু
এখন থেকে আমার প্রতিটা কবিতাই -সুরা
এখন থেকে আমার প্রতিটা কাব্য গ্রহ্ন-ই -কালামে পাক
আমি রোমান থেকে রুমি পর্যন্ত হেটে এসেছি বড় ক্লানি লাগছে
আমি সকুন্তলা থেকে সুকান্ত পর্যন্ত পান করে এসেছি বড় তৃষ্ণা লাগছে
আমি মহাদেব থেকে মাইকেল পর্যন্ত বিদ্রোহ করে এসেহি আমার বড় শীত লাগছে
আমি গান্ধার থেকে মির্জা গালিব পর্যন্ত গান গেয়ে এসেছি আমার বড় গরম লাগছে
আমি কর্ন সুবর্ণ থেকে আমির খসরু পর্যন্ত বাউলা হয়ে এসেছি আমার বড় কাম বোধ লাগছে
এখন থেকে আমার বানী গীতা- বা অমৃত সন্ধানী
এখন থেকে আমার বানী বেদান্তসার বা ‘ মাজমা-উল-বাহরাইন’
এখন থেকে আমার বানী অবশ্য আসমানী অথবা ‘ দ্বাদশ আদেশ’
এখন থেকে আমার বানী বিবলিকান অন্তসার বা মরিয়ামের পুত্র
এখন থেকে আমার বানী, সকল বানীর রানী অথবা - ‘বুদ্ধাং স্বরনং গচ্ছামি’
এই বার আপনারা অপেক্ষা করুন কিছু নাযিল হতে যাচ্ছে
এই বার আপনারা অস্বস্থ থাকেতে পারেন হৃদয়ের 'সিনা সাক' হবে
এই বার আপনারা অভিনশ্বরতার মুল মন্ত্রে দিক্ষিত হবেন
এই বার আপনারা মৃত্যুর আগে ও পরের চিন্তা ভুলে যাবেন
আমি জীবন আর যৌবনের মাঝে বন্ধি পাখির কলতান হলে
আমি মধু আর মৌচাকের মাঝে মধুকরের মহুয়া বান হলে
আমি প্রেম আর প্রমান্ধের মাঝে শেল বরশী মেহের বান হলে
আমি কাম আর কামনার মাঝে দুর্গতি নাশী দুর্গার কদর দান হলে
আপনারা আমাকে ভুল না বোঝে আমার পিছনে কাতার বন্ধী হোন
আমি আপনাদের মহাকালের সুত্র বাতাবো- মহাকাব্য উপহার দেবো।
(২৪ শে জুলাই ২০১৪ লন্ডন। বাল্মীকি)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।