হলুদ পাখি
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)
আমি কি হারাই সখি আমাই কি লোকাই
রাজাসনে বইসা আছি গ্রামিন ঠুকাই ।
কেউ দেন চুলা-কলা কেউ দেন মুডি
তুমি যাহা দাও তার নেই কোনো জোড়ি।
আমার চোখেতে আঁক তুমি কার ছবি
যে আমার পতন ঘটায় অবশ্যম্ভাবী।
হলুদ বর্ন রেখায় ফুল তোলা যোনী
আজন্ম সাধনা করি আমি যার খুনি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।