নীলা শুধু তোমার জন্য
- জুবায়েদ ইবনে সাঈদ ২৯-০৩-২০২৪

নগরীর উদ্যাম রাস্তায়, পাউডার মেখেছি সস্তায় চারিদিকে ধূলোর ছড়াছড়ি আহা, গোলাপ ফুটেছে কি বাহারী! নীলা,তুমি থাকতে যদি আমার পাশে গোলাপ নিয়ে বসতাম আমি ঘা ঘেষে বলতাম দুজন দুজনার কথা- আমি জীবননান্দ,তুমি বনলতা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।