একটি কবিতার মৃত্যু
- হাসান আল মাহদী ২০-০৫-২০২৪

যখন দেখবে গভীর ভালবাসার
স্বর্গ সুখ ছেড়ে দিয়ে অট্টালিকার তরে
প্রিয়জন চলে যাবে,তখন ভেবে নিও
একটি কবিতার মৃত্যু হয়েছে।

যখন দেখবে তুমি স্নেহের প্রাণ প্রিয়
ছেলে -মেয়ে, তার মাতা -পিতার অনুগ্রহ
ভুলে গিয়ে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়,
তখন বুঝবে একটি কবিতার মৃত্যু হয়েছে।

যখন দেখবে আশেপাশের মানুষ গুলো
তোমাকে প্রিয়জন না ভেবে প্রয়োজন
মনে করে ব্যবহার করে, তখন বুঝে নিও
একটি কবিতার মৃত্যু হয়েছে।

যখন দেখবে তুমি ন্যায়ের ঝান্ডাধারী
বিচারকগণ অন্যায়ভাবে বিচারকার্য চালায়
তখনও নিরবে জেনে নিও
একটি কবিতার মৃত্যু হয়েছে।

যখন দেখবে তুমি জ্ঞানীর কথার চেয়ে
মূর্খের কথায় চলবে সমাজ রাস্ট্র
তখন নিরলে বসে ভেবে নিও
একটি কবিতার মৃত্যু হয়েছে।

যখন দেখবে দেশদ্রোহিতার মিথ্যা অপরাধে
দেশ প্রেমিকের ফাসি হয়ে যাচ্ছে,
তখন চিন্তা না করে মেনে নিও
একটি কবিতার মৃত্যু হয়েছে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।