জাতীয়তাবোধ
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)
খুব দুরের চাঁদের ফাঁদে বন্ধী হওয়ার চেয়ে
পুকুরের জলে ডুবা চাঁদের প্রেম আরো বেশী উপভোগ্য নয়?
খুব দুরের কোন গল্পকারে গল্পের জল্পানার চাইতে
চায়ের স্টলে টেলিভিশন দেখা মানুষের গল্প কি উন্নত নয়?
খুব দুরের কোনো কবির প্রতিভার চাইতে
ভুল বানানে লাখা পরিচিত কবির কাব্য কি অনুপম নয়?
আমি এসব প্রশ্ন নিয় সংসদের প্রশ্ন উত্তর পর্বে গিয়েছিলাম
‘পয়েন্ট অব অরডারে’ দাড়াতেই জেল দারগা সাহবে খবর দিলেন
আমাকে জামাই আদরে রাখলেন মাস তিনেক
না আমি সাংসদ ছিলাম না, ছিলাম অযাচিত অনুপ্রবেশ কারি।
জেল থেকে ফেরার পর
আর ‘আকিজ’ বিড়ি টানতে মন মানে না
‘বেন্সন এন্ড হেজেস’ খাই
পয়সা জুগায়
- বরফ কলের মেশিন,
-----------দরপত্র
--------------চিংড়ি গের
-----------------সচিবালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়ারা
‘পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে’ গুলি ছুড়ে
--------- তাতি
----------- দোপা
------------- টাঙ্গাইল নাম শুনলে।
সপ্না বেওয়া বসে আছে অপাজেয় বাংলার পায়ে
বিলাপ করেছ “ কোন মাউগার পোলা এত্ত কনডম বানায়”।
দূরে বুড়িগঙ্গা,
তারপরে ধলেশ্বরী
তারপরে রবীন্দ্রনাথের টঙ্গী দেখা যায়।
ঠাকুর বাড়িতে প্রাচীর তুলছেন কাঁটাতার দিয়ে।
দূরে নীলখেত
-আরো দূরে বাঁশের বেড়া
--তিতুমির কলেজ না কেল্লা
---অধ্যাপিকার স্থন কেটে নিয়েছে পুত্রবত সন্ত্রাসী
----ছাত্র সংসদ নির্বাচন, গাঁজার জন্য বার্মায় যাবে লোকাল ট্রেন।
ঢাকা শহর আমার ছিল না
নাবাবের কাড়া নাকড়া দুন্দ্ববী শুনেতে পেতাম আগে
এখন শুনি
প্রধান মন্ত্রির বানী -
এই শহর জনাতার হবে-
সেনানীবাসে আসছে
----- লেন্ডরোবার
---------লেন্ডক্রোজার
------------লেন্ডমাইন
লেন্ডস্লাইড বিক্টরি আশা করছেন বিরোধি নেত্রী
কর্মসূচি দিয়েছেন-
---------আমেরিকান আম
----------সুইস গোলাপ জাম
--------- পিণ্ডির প্রেমভাম, মলম
খুবি দ্রুত এগিয়ে যাবে বাংলাদেশ। সমুদের তলে রোপার্ট মারডকের দড়ী
শুনেছি নেট, মোবাইল শিগগির সবার হাতে পৌচ্ছে যাবে। দেশ এগিয়ে যাবে।
তাই সংস্কৃতি মান্ত্রনালয় পত্র দিয়েছে
ক্রিড়া মন্ত্রক যেন পত্রপাঠে বাড়ি ছাড়ে
ফুটবল বেডরুমের খেলা নয় তাই ক্রিকেট এসে গেছে
টিক্কা খানের জন্য ধনবতী ললানার ঘন ঘন স্বপ্নদুষ হচ্ছে
----তাদের উন্নত বুকে ওয়াসিম আকারাম নেই
------তাদের ঠোঁট নিয়াজ মোরশেদ কে চিনল না
-------নিয়াজি আর অরুরাকে মাল্য দানের জন্য বিমান বন্দরে ভিড়।
আহারে বঙ্গবন্ধু স্টেডিয়া-
-শেরবাংলা-প্রীতিলতা-সুর্যসেন কে গূলি করেছেন স্বাধীনতার ঘোষক
-গনতন্ত্রের লোচ্ছাবন্ধু কারাঘার থেকে ছাড়াপেয়ে বসুনিয়ার দাঁত ভাঙ্গেন।
- জিঞ্জিরায় তৈরি হচ্ছে কাটা রাইফেল, মতিঝিলে বন্যা নিয়ন্ত্রন কেন্দ্র।
ঢাকা তকবীরের নগরী
জ্বেহাদের নীলনকশা আসে আমীরুল মোহমিনিনের কাছ থকে
আসে -
----বাম নাশক ডলার
-----কাম নাশক রেয়াল
------দাম নাশক দিনার
বাংলার ইতিবৃত্ত খেকো কীটনাশক- গলাটিপা মধ্যযুগ।
একমাত্র প্রেম কাহানী একাত্তরের গোর-কাফনের জন্য মারগিন কাপড়।
‘জেক দানিয়েল’ বনাম বাংলা পানির আপোষ রফা হয়েছে-
- জেক আঙ্কেলের ভাগে পড়েছে গুলশান-বনানী-ধানমন্ডী সহ কূটনীতিক পাড়া
- বাংলা বাবার দখলে আছে আপাতত কমলাপুর থেকে কাচপুর পর্যন্ত রেল লাইনের দুই পার।
শিল্প- এল সি খুলেছে মাওসেতুং এর লাল ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে
সাহিত্য- পদ্মার ওপার থেকে আসছে পর্নগ্রাফি নামক নীল ত্রিমির মাংসের ঝুল
বিজ্ঞনা- অজ্ঞানের ঔষধ ‘ আজমীরি খাজা বাবা সাহিনুর শালসা’ ইত্যাদি ইত্যাদি।
শ্রমিক- দুনিয়ার মজদুর দুই হও, আদমজীতে দুগ্ধ খামার, গার্মেন্টস বালিকা, আটারো ঘন্টার শ্রম।
ছাত্র- মধ্যবিত্তের দুনিয়া দেখার অপার খায়েস, কার্ল মার্কস আর মেক্স ওয়েবারের রসালূ ককটেল
মধ্যবিত্ত- মেরুদণ্ড গজাবার আগেঈ মাজা ভাঙ্গা বাতজ্বরে আক্রান্ত, মুখে মুখোস আর লাল নীল পট্টী।
এসব আজকের বাস্তবতার শ্বেত ঘোড়া
লাগাম টানতে মেঘনা মোহনায় বড়শি ফেলেছি চিতল মাছের
- কিছু দিনের মধ্যে দুনিয়া গ্লোবালিজ হয়ে যাবে
- তখন মাছ হবে মহারানী ভিক্ট্রোরিয়ার উপাদেয় সামগ্রি
তার আগে যা পারি খেয়ে নিলে। বাকি জীবন ডেকুর দিয়ে চলে যাবে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।