ওজনে ভজন
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)

সুশীল শব্দ গুলো রেখে বঙ্গ অভিধানে
গ্রামিন আদিম বুলি বলি যে বয়ানে
আমার গাঁয়ের পথ হয়েগেছে চুরি
পিচঢালা কোলো পথ না কি কালিজুরি।

লোহার যন্ত্র বসায় মাটিপুড়া ইট
তাই টুকি হেবিয়াস কার্পাস রিট
হাইকোট বলে ইয়া নয় আধুনিক
গ্রামটা শহর হবে ইহা মানবিক।

ঘরে ঘরে জ্বলবে দেখ বিজলির আলো
তুমি কি বাসনা এই দেশটাকে ভালো
একদিন হবে ইহা ইউরোপের মতো
যন্ত্রে চাষ দেবে মুলা, সরিষার ক্ষেতও।

বেবাক বোকার মতো চাই ফ্যাল ফ্যাল
মাটির নিচে না কি ডিজেলের তেল
এগুলান উপরে উঠলে হয়ে যায় সোনা
বিরোধ বাধালেই হই তোলা ধুনা।

দেখতে দেখতে এলো টি ভি’র চ্যানেল
জলের জন্য এলো ফিডার ক্যানেল
নদীর বুকেতে বসলো পাথরের সাঁকো
ইউরিয়ায় জমির জান করে আঁকুপাঁকু।

এখন আকাশ থেকে নামে এসিড়ের জল
আম জাম লেবু ধান সবই কেমিক্যল
পাখি পক্ষি চলে গেছে বিলপ্ত কুলায়
আকাশ ভাঙল দেখ কালো ধোঁয়া ধুলায়।

জনৈক ভদ্রে বলে আমি নাকি ঠিক
ভালোই ধরেছি বেশ নই আধুনিক
হাতে খাই গান গাই গাওয়ার গলায়
কার্বন কাঁটাচামচ দিয়ে গিলিতে না পায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।