লাশের সরাসরি জাবান-বন্ধী
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)

লাশের চিটি আসে
লাশ দেখতে গিয়েছিলাম রাজপথে
লাশ দের মাথায় ছিল লাল শিরস্রান
লাশ দের মুখে ছিল নীল গৃহকোন
লাশ গুলো বয়স ছিল বউয়ের খূটিতে জড়াবার।

অলৌকিক ভাবে আমার দিন কেটে যাচ্ছিল
আ্লোর বাজারে ছিলাম, বিমুগ্ধ বিষাদ
অন্ধকার অবগত হয়ার সিড়ি মাড়াতে পারিনে
আমি কার ছেলে কার মেয়ে বিতর্কে জড়াতে পারেনি।
অবশেষে লাশেরা খবর দিলো-

লাটি খেলা চলচে মতিঝিল চত্তর
লাটি নিয়ে যেতে হবে শাহবাগের মুড়ে
লাটা লাটি হবে সেনা-পুলিশের সাথে
লাট সাহেব তখন ক্ষমতা মাতাল মদুড়ি
ললাটে তার চাঁদ- তাঁরা ‘সিঁতারে হেলাল’
লাই দিয়েছে তারে পশ্চিম, সে বংশবদ তাদের।
লাশেরা খবর দিল যেতে-

আমি যদি বারুদ না ভয় পাই
আমি যদি মায়ের ভাণ্ড থেকে দুধ পান করে থাকি
আমি যদি বিমান কে আছাড় দিতে পারি ট্যাঙ্কের উপর
আমি যদি উনুসত্তরে গল্পের মনু মিয়ে হতে চাই
আমি যদি আরকটা ইতিহাসের নিয়ামক হতে চাই।
লাশেরা খবর দিল-

দেখে শুনে নয় হৃদয় নিয়ে যেতে
দেখা দেখির কি আছে রক্ত ফুটাও
দেখার কিচ্ছু নেই অধিকার আদায় চলছে
দেখবার হয় দেখ পরে, জান চাই শুধু জান
দেখলে বিগত চারহাজার বছরের সংগ্রাম দেখ
দেখার নয় দেবার, এসো যুদ্ধ লেগেছে মুক্তির।
অকাতরে লাশ পড়ে-

রক্ত পড়লো ডেনে, দিপালো শাহ
রক্ত খেলো কাঁকে , কাঞ্চন কাঞ্চন
রক্ত উড়ালো, রাওফুন বসুনিয়া
রক্ত পড়ালো , মিলন মিলন
রক্ত মাড়ালো নুর হোসেন
রক্ত খেলো গ্রাম, নগর নদী
রক্ত বন্দনয় নেতা নেত্রী জনাতা।
লাশেরা সবাস বলে গণতন্ত্র দিলো-

আজ লাশেরা বেড়াতে আসে সুগন্দায়,শহীদ মিনারে
আজ লাশেরা কাঁদতে আসে ভোটের বাক্স হাতে
আজ লাশেরা বিলাপ করে টেন্ডারবাজের কাছারিতে
আজ লাশের বিক্ষোভ করে ট্রান্সপারেসি ইন্টার ন্যাশনালে
আজ লাশেরা ক্রোদ্ধ গুণ্ডাবাজ রাজনীতির দৌরাত্বে
আজ লাশেরা দেশহারা পরিবারতন্ত্রের একনাকত্বে।
তাই-

প্রত্যেকটা লাশ চায় লাশ, লাশের প্রতিশোধ
প্রত্যেকটা লাশ চায় তাদের গোলাপ ফিরেয় নিতে
প্রত্যেকটা লাশ চায় তাদের জীবনের দাম
প্রত্যেকটা লাশ চায় তাদের সাথে বেইমানির কৈফিয়ত
প্রত্যেকটা লাশ চায় জানতে মোহভঙ্গের কার্যকারণ।
প্রত্যেকটা লাশের দীক্ষার আসে-

ফেটে চৌচির হয়ে যায় চৌতা আসমান
ফেটে চৌচির হয়ে যায় পিতার হতাস কবর
ফেটে চৌচির হয়ে যায় বুড়িগঙ্গার তলদেশ
ফেটে চৌচির হয়ে যায় চাওয়াল হীনা মাতৃ হৃদয়
ফেটে চৌচির হয়ে যায় বিধবার শেষ সম্বল
লাশেরা বিলাপ করে-

শুধুমাত্র হাত বদলের জন্য কি আমাদের হত্যা করাহলো?
শুধুমাত্র মসনদ রদবদলের লড়াইয়ে কি আমার বলী হালাম?
শুধুমাত্র গুটিকয়েক অ-মানুষের স্বার্থে কি আমরা জলাঞ্জলী দিলাম?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।