পেঁয়াজ কিনতে ফকির
- ফাইয়াজ ইসলাম ফাহিম

পেঁয়াজ কিনতে ফকির হয়েছে
টুলু ভাই,
সঞ্চয় ছিল তিন লাখ টাকা
তা যে আর নাই।

পেঁয়াজ টুলু ভাইয়ের বাঁড়িয়েছে দশা
নিত্য এখন সে কামলা দেয়
কাজের চোটে
মোটকু থেকে আজ হয়েছে মশা।

টুলু ভাইয়ের কষ্ট দেখে হাসে
পেঁয়াজের পাইকার,
টুলু ভাইয়ের আর কোন ফুটানি নেই
পেঁয়াজ বাড়িয়েছে তার হাহাকার ...


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৮-১১-২০১৯ ১৬:৪৪ মিঃ

সত্যি আসলে তাই