স্বপ্ন ভাঙার গান
- উত্তম চক্রবর্তী ২৪-০৪-২০২৪

সাধ করে এক নিয়ে আসে খাঁচা ভরা পাখি,
আদর যত্নে বড় করে মায়ার বাঁধন আঁকি!
সবার সাথে সখ্যতা হয় কোমল প্রাণের হাসি,
সভ্যতারি আদব কায়দায় দুঃখ গেলো নাশি।
দিনে দিনে উঠলো বেড়ে সোহাগ প্রীতি দিয়ে,
মন যে সবার করলো বিজয় বিদ্যা বুদ্ধি নিয়ে।

কর্তার আদেশ খাঁচা ছেড়ে উড়বে দূর আকাশে,
বড় হওয়ার সাধ খানা আজ পূর্ণতারি আশে।
খাঁচা ছেড়ে মহা সুখে উঠলো গগন পানে,
ওত পেতে রয় শিকারী তার মরণ ডাকা বানে!
ঘরে ফেরা হলো না আর প্রাণটা নিয়ে শেষে,
নিষ্প্রাণ এক নিথর দেহ আসলো দুঃখে ভেসে!

উচ্চ শিক্ষা লাভের আশায় স্বপ্ন বুনে কত,
বিনা মেঘে বজ্রপাতে সব পুড়ে হয় ক্ষত!
পরিজনের আকাশ ভাঙা কান্না এল নেমে,
স্বপ্ন জয়ের গগন চূড়া হঠাৎ গেল থেমে।
আপন নীড়ে বন্দী থাকা সেই তো ছিল ভালো,
সবার তরে ভালোবাসা বিলিয়ে দিত আলো।

তাং- ১৮/১১/১৯ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।