কারী হাউস
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)

বিলাতের কারী হাউস গুলোর দুর্গতির শেষ নেই
অদ্য এক মাত্রা নূতন করে যোগ করেছেন মৌলবিরা
মালিক দের মধ্য তাই হাজী হওয়ার প্রবণতা বাড়ছে
কেউ কেউ ব্যাবসা গুটাতে মনস্থির করে ফেলেছেন।

কারী হাউস গুলোর বদনামের শেষ নেই
শ্রমিক শোষণ, নিম্ম বেতন, দাস বানিজ্য ইত্যাদি
মালিক গন প্রায় মদপ্য
নারী খেকো বেশ্যাবাজ
মাদক রাজ
এবং নিশির জোয়াড়ী। জুয়া-ঘরেরে অবৈতনিক দালাল।

কারী হাউসের বাসিন্দারা
অশ্লীল গালি আর বুলি কে এক ভাবেন
রাতে তাস আর দিনে তান্দুরি আর কারী, এই দিনলিপি
ওয়াজিসের প্রতি নযর দেশ বাসির আর এইখানে মাসির।
অফ ডেতে সিটিং রোমের একটা সেটির বিনিময়ে।স্বপ্নের ঘুম।

মামা, খালা, চাচু ইত্যাদি সম্পর্কের কাজিনদের
চোখও সে বেতনের দিকে। ডিজাইনার ক্লথে বায়না মিটাতে হয়।
তার পরেও ফ্রেসির যত অবজ্ঞা আর উপহাস।
এরখম অপাংতেয়দের ঘোর নিশা কালে
পাসপোর্টহীন ভিসাহীন বৈধ কাজের অধিকার হীন করে
বের করে দেয়া হয়, তথাকথিত বাকিংহাম প্যালেস থেকে
কাঁধে রেকসাক, হাতে দূর কোন শহরের অনিদৃষ্টে যাত্রায়
উভয় চোখে অভিবাসির চোর পুলিশ খেলা
পকেটে ভিক্টোরিয়া স্টেশানে রাত্রি যাপনের শেষ পাত্তি।

কারী হাউস কে তখন মনে হয় মোগল দের বাদশাহির মতো কিছু
একটা কাজ! বাবরের ভারত বিজয়ের চাইতে কোন অংশে কম নয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।