সুচিত্রা সেন ও মুত্যুর গান
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)

সাজিয়েছি চিতা সহ শ্রদ্ধাঞ্জলি
মুকমুখে কাঁদিয়ে বন্য বুলবুলি
তোমার ভক্ত সব পিতার চোখে জল
উত্তম কুমার দের ছিলে গন্দম ফল।

ওমুখের মৃত্যু হয়েছে শুনে
আপন মুখ করতলে রাখি
মনের কন্দরে জেগে উঠে
এতো সেই তিমিরের পাখি।


আলো নেই শুধু অন্ধাকার
জীবন হচ্ছে পাশা যে জুয়ার
জম্ম মানে জুয়ার সূচনা
মৃত্য পরিসুদে যতো দায় দেনা।

তবুও মানিনা তারে ভুলে থাকি
ক্ষুদ্রপ্রান নিজেকে দেই শুধু ফাঁকি
জেনেও তার অমোঘ অভিলাষ
সাঁজাই সুচিত্রায় সুন্দরী চারপাশ।

বন্ধ হবেনা তবু এই খেলানেলা
ভ্রমোর উচ্চাসে জীবনের মেলা
যদিও জ্বলেছে মনে সুচিত্রার চিতা
তবুও ফুল দেই, জানি সব বৃথা।

balmiki 17/1/2014 london


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।