বাঁকা চোখ
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)
একটা কম্বল কিনবো বাজারে যাচ্ছি
সূর্য বেটে বামন হবে একদিন, এটা নিশ্চিত
সে অনন্ত শীত ঢাকার জন্য কমলগঞ্জে আসা।
কমলগঞ্জে আমার এক বন্ধুর বাড়ি
সে এখন চয়নিকা সম্পাদনা করে ষষ্ট শ্রেনীর
‘আগড়ুম বাগডুম’ শিখতে না শিখাতে
শান্তি নিকেতন গিয়ে ছিল।
ঢাকাকে ঢাকলাম কমোল দিয়ে
কোমলগঞ্জ কে কি দিয়ে ঢাকি
হে ধনুকধারী আমার নয়ন তাঁরা উপড়ে ফেলো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।