ক্লান্তি
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)
কবিগিরি করেছি অনেক
‘এবার ছেড়ে দেমা কেঁদে বাঁচি’
আমিও যে বদের হাড়
আর ভাল্লাগছেনা কানামাছি।
খেলেছিতো চোখ বেধে
বাছ বিচারহীন জলজ মরণ
বানে মরা অশ্বরে খুর
এবার লিখুক জৈনের বিবরণ।
সাতপাঁকে ঘাঁটাঘাঁটি কি লাভ
এক পাঁকেই সব শেষ হবে
তত্ত্ব জ্ঞান নারীর মুদ্রা
এসবের প্যাঁচ বন্দ হবেনা কবে।
এই আছি সাদা চোখে
অভিকর্ষ বলে বিঁধিয়া পেরেক
একই খাটে এক রমণীর সাথে
তোলা দণ্ডে মেপে কনকের রেখ।
(অদ্য পুরাণ/ অপ্রকাশিত কাব্য/ বাল্মীকি। লন্ডন।)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।