বেঁচে থাকার উপাদান
- অরুণ কারফা

সবুজ অজানা বনানীর মাঝে
যে পথটা গেছে হারিয়ে
সেই দিকেতেই যাবার তরে
পা যেন দিই বাড়িয়ে।

নীল সমুদ্র দিগন্তের সাথে
যেখানে গেছে মিশে
সেই দিকেতেই মন ছুটে যায়
হারিয়ে সকল দিশে।

যে দর্পনে ধরা পরে যায়
সমাজ জীবনের মুখ
মন টানে যেন সেই সাহিত্যেই
পাই যেন তাতে সুখ।

সংগ্রাম যে জীবনের মূলমন্ত্র
আর যাতে আছে ঝক্কি
তারেই যেন ভালবেসে নিই
নাই বা থাকল লক্ষী।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।