কিবরাজ
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)

যখন আয়ুর্বেদ উঠগেল, এলোপ্যাথির ছেলে সবার কুলে
গাছের ছাল-বাকল দিয়ে কেউ আর ঔষধ গিলে না
শুধু কিছু গানকর, কাব্যখোর এসব নিয়ে মেতে আছে
ফুলেস্বর এই মানুষ গুলোকে কবিরাজ বলুক বাংলা একাডেমি।

পশ্চিম বঙ্গ পুস্তক পর্ষদ মৃত শব্দের খনন শিখছে শুনেছি
তবুও কবিদের রাজা কে কবিরাজ বলার মতো সাহস নেই
পাছে মুর্দারা চিতার বাঁশ জ্বেলে বিক্ষোভ নিয়ে আসে ঢ়াকায়।
ঘটী ও বাঙ্গাল অভিধানে কবিরাজ এক সেকেল ডাক্তার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।