অন্তিমের ডাক
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)
ডাল পালা গজাচ্ছে তার
জল দিয়ে যত্ন করে রেখ
বিসুভিয়াস নিভে যাছে ছাইচাপা বনে
এক দিন ডানা মেলে ছিল লাভার যৌবনে।
কতো বনমল্লিকা পিষেছে চাকায়
কতো অশ্রুর ঝরায়েছে অকারনে
আজ সে সাবুদ‘নেস্তে নাবুদ। অরন্যের ঝড়
ম্রিয়মাণ হয় তিলে তিলে, দিলে অশেষ ছবর।
অসংখ্য জানা ফুল ফুটেছিল
যাদের ঘ্রানে অভিষেক খেলেছিল
তাদের মন পবনের নায়ে তুলেছিল পাল
স্মৃতি এসে বলে এসব ঘটেছিল এই গতকাল।
ডাল পালা বড় হচ্ছে দ্রুত
আরেক জগত যজ্ঞ হাতছানি দেয়
একই সূর্য-প্রকাশ অন্য রখম যুক্তি ছড়ায়
এখন সে ভুলেও অন্য পাড়ায় পা না মাড়ায়।
এখন পরনারী এক অনুতাপ
নেই কামরাঙ্গার বুটায় লালার আহবান
নতজানু নিয়ম নিয়তির মতো ভাঙ্গে নদীপার
আসেছে একাকীত্ব রন-রঙ্গিলা হয়ে,কেউ নাই আমার।
৩১।অগাস্ট।২০১৪।বাল্মীকি। লন্ডন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।