একজন দিশেহারা প্রেমিক
- আমানত উল্লাহ সোহান
আমি বিষ ঘুমে,আমি বিষ ঘুমে
থাকিযে কালের সাঝে,
ডাকাতিয়া বায়ু তবু ফিরে আসে
অবুঝ মনের মাঝে ।
দীর্ঘ প্রাণের গৃহ প্রাঙ্গনে
ব্যর্থ ব্যথিত ছায়া,
স্মৃতির ফুটোয় মাংস খসেযে
কংকাল হলো কায়া ।
আমি মরে যাবো! আমি পুড়ে যাবো!
জীবন মেলার চরে,
এসো নাগো আর! ছায়া-কায়া হয়ে
আমার গোপন ঘরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।