প্রতিক্ষার মৌন আর্তনাদ
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

জানো কি তুমি?
সস্তা সুখের মোহে কেন এত
পাগলামী?
জানো না তুমি ?
মরিচীকার চেয়ে কত সুন্দর মরুভূমী?
শোন নি তুমি?
যা ছিল মনেতে বলেছি আমি ৷
মানো নি তুমি,
বিবেকের কাঠগড়ায়
হয়েছো আসামী ৷
বলোনি তুমি,
কেন পেয়েও হারাই সবই?
বোঝোনি তুমি?
অন্তরের
ক্যানভাসে এঁকেছো যে ছবি ৷
দেবে কি তুমি ?
এ মনের খড়াতে এক বিন্দু জল?
হবে কি তুমি?
ভালোবাসার
ধরাতে ফোঁটা স্বর্নকমল ?
পাবে কি তুমি?
অনুভূতির সীমান্তে আমাকে খুজে?
যাবে কি তুমি?
যেখানেই নিয়ে যাবো স্বপ্ন
সেজে?
পেলে কি তুমি?
কাঁদিয়ে আমাকে আমাকে দিনে রাতে?
ছিলে কি তুমি?
কখনও পথচেয়ে অপেক্ষাতে?
#০১-০১-২০০৯ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।