অন্তরে অন্তরে হৃদয় জুড়ে
- অরুণ কারফা
প্রথম ফুলটা তোমার তরে
রাখতাম বসন্ত এলেই পেড়ে,
না থাকলেও তুমি সন্নিকটে
ছিলে হৃদয় আলোকিত করে।
প্রথম বৃষ্টিতে ভিজতাম আমি
উচ্ছসিত হয়ে প্রাণটুকু ভ’রে,
তুমিও ভিজতে আমার সাথে
ছিলে যে সমগ্র অন্তর জুড়ে।
প্রথম হেমন্তে শুকনো পাতার
শুনতে পেলেই মর্মরধ্বনি
বুঝতাম পদার্পণ করলে তুমি
আলোড়িত করে বাগানখানি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।