নীল তিমি হবো
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

আজ হঠাৎ কবিতার
গলা টিপে ধরেছে
আমার আপনজন,
আমার নাকি কবিতা লেখা বারন!
যদি নিষেধাজ্ঞা না মানি
তবে আমার ভাত বন্ধ,
কিন্তু আমিতো জানি
কেন মন কাব্যান্ধ?
অমৃত সুধার স্বাদ সেই পেয়েছে
যে প্রাণ পড়ে থাকে কবিতার
কাছে ৷
তোমরা বোঝো বা না বোঝো
কবিতার কি যায় আসে?
তাই ভাবছি নিজেকে নীল
তিমি বানাতে হবে ৷
তাহলে উদরপুর্তি ছাড়াই অর্ধেক বছর
থাকা যাবে ৷
পাগলামী ভাবো আর
বলো গোরামী,
কবিতা ছাড়ছিনা আমি ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।