জন্মভূমি
- উত্তম চক্রবর্তী ১৯-০৪-২০২৪

জননী ও জন্মভূমি
আগলে রাখে বেশ,
বিন্দুমাত্র হানি হতে
দেয়না কেউ কেশ।
পরাশক্তি, আক্রমণে
আত্মাহুতি যত,
ভুলে কি-রে জাতি আজি
স্মৃতিমাখা ক্ষত!
শত চেষ্টা বৃথা হলো
ঐশ্বর্য বিনাশে,
ধ্বংসযজ্ঞ পারে না-তো
অসত্য প্রকাশে।
কৃত কর্মে অপরাধী
পেল কত সাজা,
ধন্য রাজা উচ্চ শিরে
ধন্য হলো প্রজা।
স্বপ্ন দেখা সোনার বাংলা
সত্যি হলো আজ,
মাথা তুলে আছে সে-তো
স্ব-গৌরবে- তাজ।

তাং- ০৪/১২/১৯ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।