ঈশ্বরনির্ভর কৃষিকার্য
- অরুণ কারফা
চিত্ত আমার বড়ই বিধুর
বর্ষা হচ্ছে না শ্রাবনে
দীপ্ত অরুণ করেই চলেছে
তৃপ্ত ভ্রমন গগনে।
কৃষক করে হা পিত্যেশ
দুঃস্বপ্নের শেষে শয়নে
প্রযুক্তির যুগেও কৃষি নির্ভর
এখনও দেবতার চরণে।
খাজনা দিতে না পারলে
সরকার পাঠাবে শমনে
কপোল ভিজবে প্রবল দুঃখে
অশ্রু গড়িয়ে নয়নে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।