আমি থেকেই যাবো
- এস আই তানভী ২০-০৪-২০২৪

তুমি?
কি ভেবে
আবার মুখোমুখি ! ?
ভালোই তো আছি, বেশ
জ্বলছে হৃদয় গোপনে গোপনে।
আমিও নিভাতে চাই না সে আগুন-
যে আগুনে ঝরা অশ্রু কেউ দেখতে পায় না।
তুমি চাইলে বুকটা ফেড়ে দেখাতে পারি,
তুমিও জ্বলে যাবে তার তেজস্ক্রিয়ায়।
তোমারও হৃদয়রাজ্য চুপসে যাবে,
কত ক্ষত করেছো, ভাবতে গিয়ে
নির্বাক, নি:পলক, এক পাথর
হয়ে যাবে মুহূর্তকাল এবং
নি:শব্দে চলে যেতে হবে-
যে ঠিকানা তোমার
আজ বন্দীনিবাস।
আর আমি
থেকেই
যাবো।।
------------------
০৬/১২/১৭ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Tanvi
১১-১২-২০১৯ ১১:৪১ মিঃ

যে ঠিকানা তোমার
আজ বন্দীনিবাস।