ভালোবাসার মুক্তি
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - বিরহ কাব্য

আহুতিটা তোকে বোঝাবার ক্ষমতা আমার নেই কতটা ভালোবাসি সেটাও না বলাই থেকে যাক, তবু তোর মনটা স্বাধীন থাকুক- বাধা না পরুক ভালোবাসা নামক শিকলে। ভালোবাসা তোরও প্রয়োজন তোর শহরে শত সহস্র ভালোবাসার আয়োজন, শহর বিস্তৃত ভালোবাসার কাছে একবুক ভালোবাসা মুল্যহীন- তবু তোর জীবন ভালোবাসায় পূর্ন থাকুক। আমি যে ব্যর্থ ছিলাম তোর প্রয়োজনের কাছে তাই তো গুটিয়ে নিয়েছি তোর থেকে নিজেকে, বায়না ধরবোনা "চল ভালোবাসি দুজন দুজনকে" বোঝাবোনা চোখের ভাষাতে হৃদয়ের মায়া- হাত বারিয়ে ডাকবো না আর কোনো দিন তোকে। শুধু দূর থেকে দেখবো কতটা ভালোবাসা পেয়েছিস তোর চাওয়া পাওয়া কতদূর রেখেছিস, তবু যদি ভালোবাসায় ঘাটতি হয়- তখন না হয় আমার কাছে ফিরে আসিস। ০৬/১১/২০১৯ রাত্রি ০১ঃ২২


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।