তোমার করুণা ছাড়া
- এস আই তানভী - শুক্রবারের কবিতা

আমায় দাও দেখায়ে সুপথ;
যে পথে নেই কোন ঝুট-ঝামেলা কিংবা বিপদ,
যে পথে চললে সুন্দর হবে ইহকাল পরকাল,
দোজাহানে জীবন হবে না নাকাল,
সে পথেই আমায় নিয়ে যেও প্রভু-
ভুল পথে যেন না হাঁটি কভু।

সেজদা করে তোমায় পেতে দিও সুযোগ,
আমার থেকে দূরে রেখো অভিশপ্ত দোজখ,
তোমার ইবাদতে রেখো মশগুল,
ক্ষমা করে দিও জ্ঞাত-অজ্ঞাত যত ভুল।
একই ভুল যেন বারবার না ঘটে জীবনে;
রেখো আমায় জাগ্রত সত্য জ্ঞানে।

মাওলা আমার; দোজাহানের মালিক–
তুমি রব; সব মাখলুকাতের খালিক,
তোমারই করুণা পেতে প্রসারিত ভিখারির হাত
তোমার করুণা ছাড়া সব কিছু বরবাদ....।
জানি তুমি দয়ালু, পরম ক্ষমাশীল, করুণাময়
ধন্য কর হেদায়েত দানে- দয়া, ক্ষমা আর করুণায়।
-----------------
১৩/১২/১৯ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১৩-১২-২০১৯ ২৩:৪৭ মিঃ

খুব সুন্দর

১৩-১২-২০১৯ ২২:৫৪ মিঃ

তার করুণা ছাড়া কিছুদিন হয় না