তুচ্ছ প্রাণের আদিখ্যেতা ৫০
- অনির্বাণ মিত্র চৌধুরী ২৫-০৪-২০২৪

তুমি কি সেই কবিতা পড়েছো,
যে কবিতা তোমার নামে
পাঠিয়েছিলাম মেঘের ভেলায়
আবেগ-মাখা রঙিন খামে?
সেই যে কবে বর্ষা শেষে, শরৎ এসে
হেমন্তও যে যায় পেরিয়ে
প্রত্যুত্তর পাই না আজও; প্রতীক্ষাতে
প্রহর আমার যায় গড়িয়ে।
অষ্ট প্রহর কষ্ট বুনে তোমায় ভেবে
স্মৃতির পাতায় কাব্য আঁকি
রুনুঝুনু নুপুর পায়ে আসবে কবে–
আসার পথে তাকিয়ে থাকি।

দিন গড়িয়ে মাস ছোঁয়-ছোঁয়,
মাস পেরিয়ে বছর পেরোয়
তবুও তোমার মেলে না সাড়া
হৃদয় আমার ছন্নছাড়া–
প্রেমের গেরোয়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।