আবার আসিবো ফিরে
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - দেশ প্রেম ২০-০৫-২০২৪

ফিরে আসি বার বার
নিঃস্তব্ধ কোন এক ভোরে
দেখি মায়াবি গ্রামের রুপ,
দুটি নয়ন ভরে।
দুই ধারে ধানের ক্ষেত
সম্পুর্ন সবুজ রঙের পাতা,
মৃদু বাতাসে উপচে আসছে_
সাত সাগরের স্রোত।
এ যেন অচিন পুরের প্রান
যেদিকে তাকাই অজানা সুখ,
অধির আনন্দ হৃদয় জুরে_
মুক্ত কন্ঠে চাষীরা গায় গান।
সবুজ ঘাসে শিশিরের ছোট ছোট কণা
সুর্য্যের আলোয় মুক্তোর মত,
ঝলমলিয়ে উঠছে_
এটাই বুঝি বাংলার সোনা।
হেটে হেটে দর্শন করে যাই
পুলকিত নরম ঘাসের সান্যিধ্য,
শিশির কণার আলতো স্পর্শে_
শিহরন তোলে গায়।
কত মায়া প্রকৃতির মাঝে
যেখানেই থাকিনা কেনো,
যেন ফিরে আসি বার বার_
গ্রাম বাংলার মাঝে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।