তুই আবার কে?
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - নীতি কাব্য

০৩/১১/২০১৭
সন্ধা ০৬:৫৩

তুই আবার কে?
নিতি নিয়ে কথা বলিস!
মানবতা চুপসে গেছে
তুই আছিস নিতির পিছে,
ক্ষুদার কাছে সবই তুচ্ছ
ক্ষুদার্তদের বুঝাবি কিসে?
নিতি নিয়ে বসে আছিস।
সার্থ ছারা হয়না কিছু
সবাই চলে অর্থের পিছু,
অসহায়ের পেটে লাথি মেরে-
তুই খাচ্ছিস পেট পুরে"
নিতি দেখিয়ে বড় কথা
"গরিব মরুক"নেই মাথা ব্যথা।
এই তোর নিতি কথা?
কোথায় শিখেছিস এসব?
কিশোরি ধর্ষিত হয়েছে
খবর দিয়েছিস সবই গুজব '
তাহলে কে ধর্ষিত হলো?
জাতী নাকি মানবতা?
রক্তে ভিজে যায় তোর নিতির পাতা
তুই বলছিস নিতি কথা!
শিক্ষিত সমাজ কোথায় গেলো?
বেকাররা তো বোঝা,
বেকারদের জন্যই নাকি-
সমাজটা এলোমেলো"
আয় নিতি কথা বল
বেকারদের কর্ম দিয়ে
সোজা পথে চল,
তুই আবার কে?
নিতি নিয়ে কথা বলিস!
এতই নিতি বুঝিস?
তাহলে সরকারি কর্মকর্তা ঘুষ খায় কেনো?
এতই নিতি বুঝিস?
ক্ষমতা নিয়ে হানাহানি কেনো?
সরকারি হাসপাতালেও ঔষধ বিক্রি হয়,
টাকার কারনে অপারেশন স্থগিত রাখা হয়-
এটাই কি তোর নিতির পরিচয়?
মানুষ মরে যায় যাক
আমার পরিবার ঠিক থাক,
এই কি তোর নিতির প্রথম বাক?
তুই আবার কে?
নিতি নিয়ে কথা বলছিস?
অসহায় পথ শিশুর খোজ নিয়েছিস?
শীতে ওরা কতটা কাতর দেখেছিস?
তোর তো সবই আছে
একটু ওদের দিয়ে দেখিস,
জানি তোর কমে যাবে
তুই আবার কে?
নিতি নিয়ে কথা বলিস!
তুই তো সরকারি অনুদানে চলিস,
জীবন নিতি শিখে আসিস-
তারপর নিতি কথা বলিস।
তুই আবার কে?
নিতি নিয়ে কথা বলিস?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।