স্বাধীনতা মানে
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - নীতি কাব্য

স্বাধীনতা মানে
পরাধীন ভাবে বেঁচে থাকা নয়,
স্বাধীনতা মানে
মায়ের সামনে মেয়ে লাঞ্চিত নয়।
স্বাধীনতা মানে
বেঁচে থাকার জন্য কাকুতি মিনতি নয়,
স্বাধীনতা মানে
নগ্নতাকে প্রশ্রয় দেওয়া নয়।
স্বাধীনতা মানে
মায়ের বুক খালি করা নয়,
স্বাধীনতা মানে
যবরদস্তি দখলদারি নয়।
স্বাধীনতা মানে
মেয়ের সামনে বাবাকে উলঙ্গ করে পেটানো নয়,
স্বাধীনতা মানে
শাপলা চত্তরে গনকারে মুসলিম হত্যা নয়।
স্বাধীনতা মানে
বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা নয়,
স্বাধীনতা মানে
পিলখানা হত্যাযজ্ঞ নয়।
স্বাধীনতা মানে
প্রকাশ্যে দিবালোকে মাদক প্রাচার নয়,
স্বাধীনতা মানে
ধর্ম নিয়ে মনগড়া ফতোয়া নয়।
স্বাধীনতা মানে
সংবিধান থেকে ইসলাম প্রত্যাহার নয়,
স্বাধীনতা মানে
গুম খুন হত্যা নয়।
স্বাধীনতা মানে
দশ টাকার চাল ষাট টাকা নয়,
স্বাধীনতা মানে
অনাহাড়ে থাকা নয়।
স্বাধীনতা মানে
বাসের ভেতর গনধর্ষন নয়,
স্বাধীনতা মানে
হাজার ফেলানী তারকাটাতে ঝুলে থাকা নয়।
স্বাধীনতা মানে
জোর করে রাজনীতিতে নাম লেখানো নয়,
স্বাধীনতা মানে
প্রতিদিন সরক দুর্ঘটনা নয়।
স্বাধীনতা মানে
দুর্ননীতি করে বাড়ি গাড়ি করা নয়,
স্বাধীনতা মানে
অবৈধ ভাবে মেলামেশা নয়।
স্বাধীনতা মানে
ডাস্টবিনে অপরিপক্ক বাচ্চা কুকুরে খাওয়া নয়,
স্বাধীনতা মানে
স্বামীর হাতে স্ত্রী নির্যাতন নয়।
স্বাধীনতা মানে
নির্দোষ কে অপরাধী করা নয়,
স্বাধীনতা মানে
লোভ দেখিয়ে ধর্ষন করা নয়।
স্বাধীনতা মানে
সরকারী ঔষধ বিক্রি করা নয়,
স্বাধীনতা মানে
ভুল চিকিৎসায় মানুষ মারা নয়।
স্বাধীনতা মানে খাদ্য শস্য মজুত করা নয়,
স্বাধীনতা মানে
কৃষকের পেটে লাথি মারা নয়।
স্বাধীনতা মানে
ক্ষমতার জন্য খুন খারাপি নয়,
স্বাধীনতা মানে
পুলিশ দিয়ে লাঠিচার্জ করা নয়।
স্বাধীনতা মানে
সরকারি টাকা আত্নসাত করা নয়,
স্বাধীনতা মানে
অপরাধীর প্রমান লোপাট নয়।
স্বাধীনতা মানে
প্রশাসনের চুপ করে থাকা নয়,
স্বাধীনতা মানে
নিরাপত্তা কর্মির ঘুষ খাওয়া নয়।
স্বাধীনতা মানে
রেশন কার্ড বিক্রি করা নয়,
স্বাধীনতা মানে
বেপর্দা হয়ে রাস্তায় চলা নয়,
স্বাধীনতা মানে
রাস্তা ঘাটে ইভটিজিং করা নয়।
স্বাধীনতা মানে
ধর্মীয় অনুভুতিতে আঘাত করা নয়,
স্বাধীনতা মানে
কোর আন সুন্নাহ্ বিকৃত করা নয়।
স্বাধীনতা মানে
মাজারে মাজারে গাজার আসর নয়,
স্বাধীনতা মানে
আলেমদের নিয়ে বাজে মন্তব্য নয়।
স্বাধীনতা মানে
দাড়িওয়ালাদের জঙ্গি বলা নয়,
স্বাধীনতা মানে
আলেম নিয়ে মশকরা করা নয়।
স্বাধীনতা মানে
নারী অধিকারের নামে সর্বনাশ করা নয়,
স্বাধীনতা মানে
ফ্যাশনের নামে বেহায়াপনা নয়।
স্বাধীনতা মানে
দিনের ভোট রাতে হওয়া নয়,
স্বাধীনতা মানে
জোর করে ভোট দেওয়ানো নয়।
এগুলোই কি স্বাধীনতার পরিচয়?

১৬/১২/২০১৯
০৬ঃ৫১ সন্ধা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।