ভোট দেবো বিচার করে
- এস আই তানভী
'আমার ভোট আমি দেবো
যাকে খুশি তাকে দেবো'-
ওরে বলিও না আর এই কথা
সত্যের বুকে পড়বে পাথর চাপা।
'তোমার ভোট তুমি দাও
যাকে খুশি তাকে দাও'-
করবো না আমি বাধা
বলবো না কোন কথা।
বলি বারবার, শুধু মন দিয়ে শোনো গো বন্ধু
বিবেকটাকে বানাইও না বনের কোন জন্তু।
খুঁজে দেখো কার মাঝে-
সুশিক্ষার আলো আছে,
বিবেক বুদ্ধি, সততা কার রয়েছে জাগ্রত
তাকেই ভোট দিতে মনকে করো আবদ্ধ।
ভাবো, একটা ভোট তোমার
জাতির জন্য মূল্যবান উপহার,
তাই যাকে তাকে ভোট দেওয়ার
তোমার নেই যে কোন অধিকার।।
ভোট দেবো মোরা বিচার করে
যে থাকবে পাশে জাতির তরে।।
-------------------
১৭/১২/১৮ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।