স্বাধীনতা দিয়ে কি হবে?
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - নীতি কাব্য
স্বাধীনতা দিয়ে কি হবে?
যদি বাতাসে তাজা রক্তের গন্ধ থেকে যায়,
যদি বিভৎস ভাবে নির্যাতিত হয় মানবতা-
তবে স্বাধীনতা দিয়ে কি হবে?
যদি অনাহারে কাটে দিনের পর দিন
শস্য ফলিয়ে কৃষক শোধ করে কোন ঋণ?
স্বাধীনতা দিয়ে কি হবে?
যদি নির্বিচারে গন হত্যা হয় সোনার দেশে,
যদি ধর্ষিত হয় নারী দিবারাতে-
তবে স্বাধীনতা দিয়ে কি হবে?
যদি ঘুষ ছারা বেকারের চাকরী না হয়
তবে কি ধরে নিবো এটাই স্বাধীনতা-এটাই বিজয়?
স্বাধীনতা দিয়ে কি হবে?
যদি ক্ষমতার লোভে দাঙ্গা হাঙ্গামা হয়,
যদি সরকারি ভবনে রডের বদলে বাঁশ দেওয়া হয়-
তবে স্বাধীনতা দিয়ে কি হবে?
যদি চোখের সামনে অন্যায় দেখেও চুপ থাকে প্রশাসন
তবে কি স্বাধীনতা রক্ষা হবে আজীবন-আমরন?
স্বাধীনতা দিয়ে কি হবে?
যদি মেয়ের সামনে বাবাকে উলঙ্গ করে পেটানো হয়,
যদি মায়ের সামনে মেয়েকে ধর্ষন করা হয়-
তবে স্বাধীনতা দিয়ে কি হবে?
যদি রক্ষক হয়ে দেশের সম্পদ ভক্ষন করা হয়
তবে কেনো স্বাধীনতা লাগে?পরাধীনতাই জয়।
স্বাধীনতা দিয়ে কি হবে?
যদি দাঙ্গা হাঙ্গামার ভয়ে ঘরে বসে থাকতে হয়,
যদি নেতা কর্মিরাই মাদক দ্রব্যের ডিলার হয়ে যায়-
তবে স্বাধীনতা দিয়ে কি হবে?
যদি সোনার ফসল মজুত রেখে নষ্ট করা হয়
যদি পাঁচ টাকার পন্য পঞ্চাশ টাকা হয়,
এর নাম কি বিজয় নাকি পুরোটাই পরাজয়?
১৭/১২/২০১৯
সকাল ১১ঃ৫০ মিনিট
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।