উম্মাদ
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - জীবন কথা
০৫/১০/২০১৯
বিকাল,০৬ঃ৩৪
,
কোথায় যেনো হোচট খেয়েছিলাম
রক্ত বেয়ে নামছে চোখ থেকে বুকে,
প্রান্তরে প্রান্তরে ছুটেছি-
খেয়াল করিনি অকুল পাথার।
হামাগুরি থেকে দুরন্ত পথে চলেছি
খুজেছি নব বধুর চলাচল,
খুজেছি গাড়িয়ালদের ভাওয়াইয়া গানের কলি-
মহাকাব্য রচনা করবো বলে।
ঝোলায় বন্দি করেছি হাজারো ছন্দমালা
তবুও খুজি লুকোচুরি গল্প,
পিছু নিয়েছিলো দলছুট কিশোর বালা-
ওরাই যে আমায় দিলো ইট পাথরের মালা।
দাদুর গল্প শুনতে ইচ্ছে হলো খুব
চুপি চুপি বারান্দার পাশে গিয়েছি,
ধর ধর বলে পিছু নিলো নবিনের দল-
মনে পরে গেলো ছোয়া ছুয়ির খেলা।
ধানের খড়ের পালায় চরে ঘুম
গুনেছিলাম আকাশের সমস্ত তারা,
কে যেনো বলে উঠলো "ওখানে কে রে?"
সে বলাই হলোনা,বললাম তো -
কোথায় যেনো হোচট খেয়েছিলাম।
কলা পাতা চিরে চিরে নকল চুল বুনি
কত খেলা খেলেছি,সেজেছি টুনা টুনি,
চড়াইভাতি কাব্য খানা এখন কেউ বোঝেনা-
আমি তাই খুজি বারেবার, কোথাও মেলেনা।
সারি সারি খেজুর গাছের মেলা
হাড়ি ভরা রস ঝুলছে,
রসের মাতম আর উত্তাল হাওয়া-
এ যেনো মহা কাব্যের প্রথম লাইন।
পথের ধারে দাড়িয়ে দেখেছি
কিশোরীদের বৌ-ছি খেলা,
আমাকে দেখেই দৌড়ে লুকোয় -
মেঠো গায়ের ঘরের কোনায়।
ভোরের আলোয় কুয়াশা মাখা ঘাস ছুয়েছি
হৃদয়ের গভিরে কেপে যায়,
সহসা কিছু কিশোরের আগমন-
ফ্যাল করে তাকিয়ে আছে আমার পানে"
বাবা আমায় ডাকছে,"চলে আয় নয়তো মারবো"
ধু্র বাবা আসবে কি করে?আমি তো পরবাসে
পথের ধুলোয় কাব্য খুজতে এসেছি।
আবারো সেই ডাক,হাতে মস্ত লাঠি
পিলে চমকে গেলো আমার,
আবারো ছুটে চললাম প্রান্তরে প্রান্তরে-
আর খুজে চলেছি মহা কাব্য।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।