হারিয়ে ফেলা কৈশর
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - জীবন কথা

০৭/০৯/২০১৯
সন্ধা ০৬ঃ৫৮

আষাঢ়ের ডাকে মেঘ এসেছিলো
আমি হেসে ছিলাম বৃষ্টি পাবো বলে,
দোয়েলের ডানায় ভর করে -
প্রকৃতির উষ্ণতা ডেকেছিলো।
কৃষকের আমন ক্ষেতে জলাঞ্জলি
ডাহুক পাখিদের মেলা বসেছিলো,
আমি বিভোর ছিলাম আমন্ত্রনে-
কত যে সুখ ছিলো,ছিলো গিতাঞ্জলি।
কত দিন দেখা হয়না
জোনাকিদের লুকোচুরি খেলা,
দেখা হয়না চাঁদ মেঘের খুনসুটি-
কত যে আনন্দ ছিলো"
হারানো কিশোর বয়স বেলা।
আমি খুজে ফিরি ভাটিয়ালি গান
নৌকায় ভেসে শাপলা তুলেছি কত!
বানের জলে ডুবুরি হয়েছি,
ভেলায় সাজিয়েছি সাম্পান।
গোধূলি বেলা রক্ত বর্ণ সূর্য্য আমায় ডেকেছিলো
ভোরের আলোয় হিজল ফুল এখনো ডাকে,
ডেকে যায় বিবর্ণ সোনালি সে দিন গুলো-
আমি যে সুপ্ত সুখ গুলো খুজেছিলাম।
রুপকথার গল্প আর কেউ শোনেনা
উঠোনের কোণে দাদুও আর বসেনা,
হাটতে না পারা শিশুরা আজ দুরন্ত-
আমাদের কৈশর হারিয়ে গেছে"
তাই কৈশর আনন্দ আর দেখিনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।