কোথায় ছিলে
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - প্রেম কাব্য
১৭/০৬/২০১৯
১০ঃ৪৪ রজনী বেলা
,
স্মরনিকা আজ আমি পেলাম তোমায়
পেলাম প্রেমের অববাহিকা,
নিরঙ্কুশ ভালোবাসা কেবল তোমার দ্বারে-
সকল দুঃখ যাতনা করেছো মরিচিকা।
তুমি কোথায় ছিলে গো?
আনন্দ ভুবনের এপিঠ ওপিঠ খুজেছি,
দেখেছি জোনাকির আতষবাজি-
সেখানেও পাইনি খুজে তোমায়।
হঠাৎ করে তুমিই এলে আমার খোজে
তাই তো আলোর হিরিকে শত গানের লিরিক,
প্রিয়তমা তোমায় পেয়েছি বলেই আমি পূর্ন-
নতুবা থেকেই যেতাম জির্নশির্ন।
আলোর নিখিলে সপ্তর্শি সুখপ্রতা
তুমি যে তার চেয়েও অপরূপা,
তুমি ভালোবাসায় করেছো বিভোর-
সবকিছু যেনো স্বপ্নময়তার আসর।
কোথায় ছিলে গো প্রিয়তমা?
আমি যে বড্ড বেশি ক্লান্ত,
খুজে খুজে হারিয়ে ফেলেছি নিজেকে-
আজ তুমি নিজেই খুজে নিলে আমাকে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।